Caution Notice
সতর্কীকরণ বিজ্ঞপ্তি
ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সতর্কীকরণ
সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, ‘পিকেএসএফ-এর অর্থায়নে পরিচালিত’ বা ‘পিকেএসএফ-এর আর্থিক ও কারিগরি সহায়তাপুষ্ট’ সংস্থা হিসেবে দাবি করে বিভিন্ন প্রতারক চক্র বিভিন্ন পত্রিকায় এবং বিভিন্ন অনলাইন/সামাজিক মাধ্যমে বিভিন্ন সময়ে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এর মাধ্যমে প্রতারক চক্র সাধারণ জনগণ বা চাকুরিপ্রার্থীগণের নিকট থেকে অর্থ গ্রহণের পাশাপাশি তাদের সাথে প্রতারণা করছে বলেও জানা গেছে।
পিকেএসএফ সাধারণ জনগণ/চাকুরিপ্রার্থীগণকে এই মর্মে অবগত করছে যে, পিকেএসএফ-এ তালিকাভুক্ত নয়, এমন কোনো সংস্থা (NGO)-কে পিকেএসএফ কোনো ধরনের আর্থিক এবং/অথবা কারিগরি সহযোগিতা প্রদান করে না। পিকেএসএফ শুধুমাত্র তার তালিকাভুক্ত সহযোগী সংস্থাসমূহকে আর্থিক ও কারিগরি সহযোগিতা করে থাকে। পিকেএসএফ-এর সহযোগী সংস্থার তালিকা এই লিঙ্কে — https://pksf.org.bd/?page_id=185 — দেখা যেতে পারে। প্রয়োজনে, এই বিষয়ক তথ্যের জন্য ০২-৮১৮১৬৫৮ নম্বরে ফোন করা যেতে পারে।
পিকেএসএফ-এর ট্রেডমার্ক সংক্রান্ত সতর্কীকরণ
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) নিম্নোক্ত ০৫ টি বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর হতে ট্রেডমার্কস সনদ লাভ করেছে:
বর্ণিত প্রেক্ষাপটে, সংশ্লিষ্ট সকলকে পিকেএসএফ-এর সঠিক নাম ও মনোগ্রাম ব্যবহার করার অনুরোধ জানোনো যাচ্ছে। এছাড়া, যদি কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠান পিকেএসএফ এর নাম ও মনোগ্রাম-এর অপব্যবহার করে বা পিকেএসএফ-এর নাম ও মনোগ্রাম ব্যবহার করে প্রতারণা করে, সেক্ষেত্রে পিকেএসএফ উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান-এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।