পিকেএসএফ দিবস ২০২২ উদ্যাপন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
পিকেএসএফ দিবস ২০২২ উদ্যাপন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
সময়: ১২ নভেম্বর ২০২২, দুপুর ১২.০০ টা
স্থান: আবদুস সালাম হল, জাতীয় প্রেসক্লাব, ঢাকা
প্রিয় মহোদয়,
‘সাম্যের সাথে উন্নয়নের পথে’ প্রতিপাদ্য উপজীব্য করে পিকেএসএফ দিবস ২০২২ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠান আগামী ১৩ নভেম্বর ২০২২, রোববার, সকাল ১০:০০টায় ঢাকার খামারবাড়ি সড়কে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
মাননীয় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। পিকেএসএফ-এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব শরিফা খান, সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অর্থ মন্ত্রণালয়।
পিকেএসএফ দিবস ২০২২ আয়োজনের উদ্দেশ্য ও নানা দিক নিয়ে গণমাধ্যমকে অবহিত করার লক্ষ্যে আগামী ১২ নভেম্বর ২০২২ তারিখ দুপুর ১২.০০টায় জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন পিকেএসএফ-এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ এবং ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার এনডিসি।
এই সংবাদ সম্মেলনে আপনার প্রতিষ্ঠানের একজন প্রতিবেদক ও চিত্র সাংবাদিক প্রেরণের বিশেষ অনুরোধ জানাচ্ছি।
স্বাক্ষরিত/-
মোঃ মাহুফুজুল ইসলাম শামীম
উপ-মহাব্যবস্থাপক, পিকেএসএফ
যোগাযোগ: মাসুম আল জাকী, উপ-ব্যবস্থাপক, পিকেএসএফ
ফোন: 01676593063, ইমেইল: jaki.pksf@gmail.com